স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২১ জুলাই :ফিল্মি কায়দায় যাত্রীবাহী অটো দুর্ঘটনায় কবলে পড়লো উদয়পুরের জগন্নাথ চৌমুহনী এলাকায়। অটো দুর্ঘটনায় আহত হল তিনজন। জানা যায় সোমবার উদয়পুরের রমেশ চৌমুহনী থেকে দুই জন যাত্রী নিয়ে একটি অটো উদয়পুর জগন্নাথ চৌমুহনী সামনে পৌঁছানোর পর অটোটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়।
এতে অটোতে থাকা দুইজন যাত্রীসহ অটো চালক আহত হয়। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়। দমকল বাহিনীর কর্মীরা আহতদেরকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতরা বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। স্থানীয় এক ব্যক্তি জানান দুর্ঘটনাগ্রস্ত অটোর চালক অটোর নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। যার কারনে অটোটি দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের মধ্যে অটো চালকের অবস্থা আশঙ্কা জনক।

