স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ জুলাই : গোমতী জেলার স্বাস্থ্য দপ্তর এবং ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি যৌথ উদ্যোগে উদয়পুর পঞ্চায়েতরাজ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয় এইচআইভি ও এইডস – র উপর এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কমল রিয়াং , অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য সহ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং এইডস কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডাইরেক্টর সহ অন্যান্য ছিলেন উপস্থিত।
বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি ও বিধায়ক বলেন এইচআইভি এবং এইডস আক্রান্ত ব্যক্তিদের ভালবাসা দিয়ে আগলে রাখার জন্য। শিরাপথে মাদক ব্যবহারের ফলে রাজ্যে এইচআইভি ছড়াচ্ছে। বিষয়টি সম্পর্কে আরো বেশি করে সচেতনতা উপর গুরুত্ব আরোপ করার জন্য উপস্থিত পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্য দের আবেদন জানানো হয়। বিধায়ক অভিষেক দেবরায় বলেন, মাত্র ১২ বছর বয়সী গর্ভবতী মা এইচআইভি আক্রান্ত হয়ে গোমতী জেলা হাসপাতালে আসে। তিনি আরো বলেন, এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে এইচআইভি আক্রান্তের সংখ্যা বহু গুণ বেড়ে যাবে। কারণ রক্ত দেওয়া হলে সেই রক্তে সব সময় এইচ আই ভি শনাক্ত করা সম্ভব নয়। আরো বলেন ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে কি করছে সে বিষয়ে তীক্ষ্ণ নজর রাখা দরকার। ত্রিস্তর পঞ্চায়েত থেকে শুরু করে এ রাজ্যে সমস্ত এনজিও ক্লাব বাজার কমিটি সহ সবাই যদি একইসঙ্গে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। কর্মশালায় উদয়পুরে সমস্ত পঞ্চায়েত থেকে জনপ্রতিনিধিরা, পঞ্চায়েত সমিতি থেকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ জেলা পরিষদের সদস্য সদস্য ছিলেন উপস্থিত।

