স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ জুলাই : ১৫০ থেকে ২০০ বাংলাদেশি বংশোদ্ভূত পরিবার বসবাস করছে সিপাহিজলা জেলায়। গুরুতর অভিযোগ করলেন তিপ্রা মথার এমডিসি উমাশঙ্কর দেববর্মা। শুক্রবার সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মার কাছে ডেপুটেশন প্রদান করেন উনার নেতৃত্বে এক প্রতিনিধি দল। ওনার অভিযোগ অবৈধ ভাবে বাংলাদেশ থেকে রাজ্যে অনুপ্রবেশ করে প্রায় দেড়শ থেকে ২০০ বাংলাদেশি।
বিশালগড় এবং সোনামুড়া মহকুমার পাঁচটি থানার অন্তর্গত ৮ টি ভিলেজ কমিটি এলাকায় তারা বসবাস করছে অবৈধভাবে। এবং তারা সেখানে গাঁজা চাষ করছে। তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিতে সিপাহীজলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। এ দিনে ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিশ্রামগঞ্জ টিটিএএডিসি -র সাব জোনাল চেয়ারম্যান সঞ্জীত দেববর্মা, পান্ডব দেববর্মা। তিনি আরো জানান জেলা পুলিশ সুপারের কাছে দাবি জানানো হয়েছে অতিদ্রুত যাতে প্রশাসনিক অভিযান শুরু হয়। রিজার্ভ ফরেস্ট এলাকায় প্রায় তিন হাজার কানি জায়গা জুড়ে এই সমস্ত বাংলাদেশিরা বসবাস করছে। এমনটাই খবর রয়েছে উনার কাছে বলে জানান।

