স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ জুন : সাত সকালে স্কুল মাঠ থেকে উদ্ধার মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দেয় বিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবক মহলে। ঘটনা সোমবার সকালে পূর্ব গকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। জানা যায় গকুলনগর এলাকার বাসিন্দা মিঠুন দেবনাথ।
দীর্ঘদিন ধরে সে মানসিক রোগে আক্রান্ত ছিলো। বেশ কয়েক মাস ধরে তাকে এলাকায় ঘুরাঘুরি করতে দেখেন এলাকার লোকজন। পূর্ব গকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশেই তার বাড়ি। সোমবার সকালে বাড়ির পাশের স্কুল মাঠ থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। বিশালগড় থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে মৃত মিঠুন দেবনাথের বাড়িতে তার সৎ মা এবং ভাই রয়েছে। পরিবারটি অত্যন্ত দরিদ্র। তাই পূর্ব গকুলনগর স্কুলের প্রধান শিক্ষক চিন্ময় মজুমদার এবং বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন মৃতদেহ সৎকারের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন।

