স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ জুন :গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন শাখা সংগঠনের সম্মেলন চলছে। এরই অঙ্গ হিসেবে রাজধানীর সি আই টি ইউ রাজ্য কার্যালয়ের সামনে ত্রিপুরা রাজ্য বিভিন্ন অঞ্চলে চলছে অঞ্চল সম্মেলন। রবিবার রামনগর অঞ্চল সম্মেলনকে সামনে রেখে যুদ্ধ বিরোধী মানববন্ধন সংঘটিত করে গণতান্ত্রিক নারী সমিতি রামনগর অঞ্চল কমিটি।
আওয়াজ তোলা হয়, যুদ্ধ নয় শান্তি চাই। আমেরিকার দাদাগিরি বন্ধ করতে হবে, ভারতের বিদেশ নীতি পরিবর্তন করতে হবে। এছাড়াও বিভিন্ন দাবিতে এই মানববন্ধন সংঘটিত করেন তারা। আয়োজিত কর্মসূচিতে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী শ্রমিকদের নেত্রী রমা দাস, পাঞ্চালি ভট্টাচার্যী সহ অন্যান্য নেতৃত্ব।

