স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ জুন : হাতির তাণ্ডবে রাতের বেলা ঘুম উড়ে গেছে তেলিয়ামুড়া মহকুমা অন্তর্গত কৃষ্ণপুর ও মঙ্গিয়া কামি এলাকার মানুষের। রাতের বেলা হাতি এসে বাড়িঘরে ভাঙচুর চালায়। হাতির আক্রমণে জীবন বাঁচাতে কাবু হয়ে থাকে। এরই মধ্যে শনিবার আবারও হাতের তাণ্ডব সংগঠিত হয় সংশ্লিষ্ট এলাকায়। তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কৃষ্ণপুর, মুঙ্গিয়াকামি সহ বিভিন্ন এলাকাতে হাতির সমস্যা নতুন কোন ঘটনা নয়। ইতিপূর্বে হাতির আক্রমণে একাধিক প্রাণহানির ঘটনা পর্যন্ত সংগঠিত হয়েছে।
এর পাশাপাশি প্রতিনিয়ত সাধারণ মানুষের বাড়িঘর এবং কৃষি জমিতে হাতির আক্রমণের ঘটনা ঘটে চলেছে। যদিও বারবার প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার সাধারণ মানুষদের বক্তব্য হচ্ছে হাতির সমস্যা নিরসনে প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহন করছে না। এদিকে শনিবার রাত তিনটা নাগাদ উত্তর কৃষ্ণপুর এলাকায় মানুষের বাড়ির ঘরে প্রবেশ করে হাতি আক্রমণ চালায়। এই আক্রমণে সংশ্লিষ্ট এলাকার একাধিক ঘর নষ্ট হয়ে পড়ে, একটা সময় হাতির আক্রমণের হাত থেকে বাঁচতে আশেপাশের বাড়ি-ঘরে ছোটাছুটি শুরু করে। যদিও কিছুক্ষণ পর বন দপ্তরের ভলান্টিয়াররা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সাধারণ মানুষদের বক্তব্য, কিছুদিন পর পর তাদের বাড়িঘর এভাবে ভেঙে ফেলছে হাতি। অথচ প্রশাসনের কাছ থেকে এক টাকাও সহযোগিতা মিলছে না তাদের। তাদের দাবি প্রশাসন যাতে হাতিগুলির সঠিক ব্যবস্থা করে।

