Thursday, January 9, 2025
বাড়িজাতীয়ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা করল কেন্দ্র।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা করল কেন্দ্র।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৮ জানুয়ারিঃ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা করল কেন্দ্র। বর্তমান চেয়ারম্যান এস সোমনাথের জায়গায় এবার দায়িত্ব নেবেন ভি নারায়ণন। ইসরোর পাশাপাশি ভারত সরকারের মহাকাশ দপ্তরের প্রধান সচিবের দায়িত্বও নিতে চলেছেন তিনি। আগামী ১৪ জানুয়ারি মেয়াদ শেষ হচ্ছে সোমনাথের। ওইদিনই দায়িত্ব নেবেন নারায়ণন।

মঙ্গলবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে নয়া প্রধান হিসেবে ভি নারায়ণন-এর নাম ঘোষণা করেছে কেন্দ্র। মন্ত্রিসভার নিয়োগ কমিটির তরফে জানানো হয়েছে, আগামী ২ বছরের জন্য এই দায়িত্ব সামলাবেন তিনি। দেশের অন্যতম বিশিষ্ট বিজ্ঞানী নারায়ণন বর্তমানে লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর পদে রয়েছে। ১৯৮৪ সালে ইসরোতে যোগ দেওয়া এই বিজ্ঞানীর রকেট ও মহাকাশযান পরিচালনায় ৪০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন। মহাকাশযান উৎক্ষেপণের জন্য প্রয়োজন ক্রায়োটিক ইঞ্জিন। অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন সেই ইঞ্জিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। রকেট এবং স্পেসক্রাফট প্রোপালশন বিশেষজ্ঞ তিনি। শুধু তাই নয়, ইসরোর গগনযান প্রজেক্টের সঙ্গেও যুক্ত নারায়ণন।

তাঁকে ইসরো প্রধানের দায়িত্ব হচ্ছে এই খবর প্রকাশ্যে আসার পর খুশি নারায়ণন। তিনি বলেন, ‘আমাদের কাছে ভারতের মহাকাশ গবেষণার স্পষ্ট রোডম্যাপ রয়েছে। দুর্দান্ত সব প্রতিভারা রয়েছে। আশা করছি ইসরোকে আমরা এক নয়া উচ্চতায় পৌঁছে দেব।’ জানা গিয়েছে, তামিলনাড়ুতে জন্ম নারায়ণনের। সেখানে স্কুল পাশ করার পর খড়গপুর আইআইটি থেকে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে এখান থেকেই অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিইচডি করেন নারারণ। পিএইচডি শেষ করার পরই ইসরোতে যোগ দেন এই বিজ্ঞানী।

উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারি মাসে ইসরো প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এস সোমনাথ। তাঁর নেতৃত্বে মহাকাশ গবেষণায় একের পর এক শিখর ছোঁয় ইসরো। পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখে ভারত। ২০২৫ সালে ইসরো অনেক গুরুত্বপূর্ণ মিশনের পরিকল্পনা করেছে। এই বছরই শ্রীহরিকোটা থেকে ১০০তম রকেট উৎক্ষেপণ হতে চলেছে। রয়েছে গগনযানের মতো বিশাল প্রজেক্ট। সেই সব গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব এবার উঠছে ভি নারায়ণনের কাঁধে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য