স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি : রবিবার গভীর রাতে আগরতলা জিআরপি থানার পুলিশ
গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় মহকুমা থেকে পাঁচজন ৫ মানব পাচারকারীকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় মামলা রয়েছে।
পুরাতল রাজনগর, কাইয়াডেফা, হরিহরদোলা ও কোনাবন এলাকা থেকে মধুপুর থানা, বিএসএফ ও গোয়েন্দা শাখার সহযোগিতা নিয়ে আগরতলা জিআরপি থানার পুলিশ রবিবার রাতে এই মানব পাচারকারিদের গ্রেপ্তার করে। ধৃতরা হল উত্তর কৈয়াডেপার জয়ন্ত দাস, সমীর দাস, গৌর চাঁদ দেবনাথ ওরফে সানু, পুরাতল রাজনগর এলাকার জাকির হোসাইন ও মবিন মিয়া।