স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি : পুর নিগমের উত্তর জোনাল অফিসে ডেপুটেশন প্রদান করল ডিওয়াইএফআই উত্তর আগরতলা অঞ্চল কমিটি। সোমবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উত্তর আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে রাজধানীর এসডিও চৌমুহনী থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন রাস্তা অতিক্রম করে শ্যামলী বাজারস্থিত আগরতলা পুর নিগমের উত্তর জোনাল অফিসের সামনে গিয়ে শেষ হয়।
সেখান থেকে এক প্রতিনিধি দল পুর নিগমের উত্তর জোনাল অফিসে গিয়ে ডেপুটেশান প্রদান করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ডিওয়াইএফআই উত্তর আগরতলা অঞ্চল কমিটির সম্পাদক বিশ্বজিৎ লোধ। তিনি জানান কেন্দ্রীয় তিন দফা দাবি ও স্থানীয় তিন দফা দাবি অর্থাৎ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এইদিনের পুর নিগের উত্তর জোনাল অফিসে ডেপুটেশান প্রদান করা হয়েছে। পাশাপাশি তিনি দাবি গুলি তুলে ধরেন।