স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি : ৩১ ডিসেম্বর যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অধীন যুবরাজনগর পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে ঘটে যায় একটি অনভিপ্রেত ঘটনা। এলাকায় ভগ্নদশায় থাকা একটি স্টিল ব্রিজ পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয় ইঞ্জিনিয়ার অভিপাল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার উত্তর জেলা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল অ্যাসোসিয়েশন অফ সার্ভিস ইঞ্জিনিয়ারস অফ ত্রিপুরা উত্তর জেলা কমিটির।
এইদিন সংগঠনের উত্তর জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল উত্তর জেলার জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে। দাবি জানানো হয় ইঞ্জিনিয়ার অভি পালের উপর আক্রমণের ঘটনায় যারা অভিযুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। সংগঠনের এক নেতৃত্ব জানান আমির উদ্দিন, লংতরা বিবি, হাবিবা বেগম ও সুবল দেবনাথ নামে চার জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এইদিনে জেলা শাসকের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে ঘটনার বিষয় নিয়ে। জেলা শাসক আশ্বাস দিয়েছেন অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।