Wednesday, December 11, 2024
বাড়িরাজ্যস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে অভিযোগের সততা পেলেন বিধায়ক, হতাশ হয়ে ফিরলেন তিনি

স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে অভিযোগের সততা পেলেন বিধায়ক, হতাশ হয়ে ফিরলেন তিনি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : বিশালগড় বিধানসভা কেন্দ্রের পুরাথল রাজনগর উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে গিয়ে চুক্ষু চড়ক গাছ বিধায়ক সুশান্ত দেবের। দীর্ঘ দিন ধরে পুরাথল রাজনগর উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সময় মতো উপস্বাস্থ্য কেন্দ্র খুলেন না। সকাল ৮ টায় উপস্বাস্থ্য কেন্দ্র খোলার কথা থাকলেও তিনি খুলেন না।

এই অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল ৮ টায় পুরাথল রাজনগর উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান বিধায়ক সুশান্ত দেব। উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে তিনি অভিযোগের সত্যতা খুজে পান। সকাল ৮ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত তিনি দীর্ঘ এক ঘণ্টা উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে ঠাই দাড়িয়ে থাকেন। কিন্তু উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা স্বাস্থ্য কর্মীর দেখা তিনি পান নি। তারপর সেখানে দাড়িয়ে তিনি স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদের ঘটনার বিষয়ে অবগত করেন। এবং ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 উল্লেখ্য সুশাসনে এ ধরনের দৃশ্য প্রতিনিয়ত দেখা যায়। কিন্তু এ নিয়ে এখন সরব হলেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। তিনি বুঝতে পারছেন বিভিন্ন দপ্তরে কতিপয় কর্মীর কারণে সরকার এবং দপ্তর বদনামের শিকার। এতে মানুষ ছিঃ ছিঃ করছে। এভাবে চলতে থাকবে দুর্নামের ভাগীদার হবে সরকার। এদিকে সংশ্লিষ্ট দপ্তর গুলির আধিকারিকরা সকাল থেকে শুধু বিভিন্ন অনুষ্ঠানের দায়িত্ব পালন করে চলেছে। কিন্তু সঠিক দায়িত্ব তাদের পালন করতে দেখা যাচ্ছে না। শুধুমাত্র মোটা অংক মাইনে পেয়ে সকাল সন্ধ্যা লম্বা চওড়া ভাষণ দিয়ে দায়িত্ব খালাস আধিকারিকদের। তবে সরকারের মুখরোচক এ ধরনের ভাষণ জলাঞ্জলি দিচ্ছে দপ্তরে কাজকর্ম।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য