স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : উচ্চ মাধ্যমিকের প্রি-বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে বলে অভিযোগ তুলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের দারস্থ হলো টিএসএফ। বুধবার তাদের একটি প্রতিনিধি দল মধ্যশিক্ষা পর্ষদে গিয়ে পর্ষদ সভাপতি ড. ধনঞ্জয় গণচৌধুরির সাথে দেখা করেন। এ বিষয়ে পর্ষদ সভাপতির সঙ্গে কথা বলেন। পর্ষদ সভাপতি আশ্বস্ত করেছেন বিষয়টি অবশ্যই তদন্ত করে দেখা হচ্ছে। তারপর প্রতিনিধি দল বাইরে বের হয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি পর্ষদ সভাপতিকে জানানো হয়েছে।
পর্ষদ সভাপতি আশ্বস্ত করেছেন এ বিষয়টি তিনি দেখবেন। কিন্তু এভাবে প্রশ্নপত্র ফাঁস হওয়ার পেছনে অফিসে কেউ না কেউ জড়িত রয়েছে বলে তারা অভিমত ব্যক্ত করে। তাদের বক্তব্য যদি অফিসের কেউ জড়িত না থাকে তাহলে এভাবে প্রশ্নপত্র ফাঁস হতে পারে না। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মীদেরও গাফিলতি রয়েছে বলে জানান তারা। আগামী দিন যাতে এ ধরনের সমস্যা না হয় তার জন্য অনুরোধ জানান। একই সাথে রোমান স্ক্রিপ্টের দাবিও তুলে ধরেন তারা।