Wednesday, December 11, 2024
বাড়িরাজ্যগাঁজা সহ আটক দুই মহিলা

গাঁজা সহ আটক দুই মহিলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ ডিসেম্বর : গাঁজা সহ বহিঃরাজ্যের দুই মহিলাকে আটক করল পূর্ব আগরতলা থানার পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি জানান মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যোগেন্দ্র নগর রেল স্টেশনকে ব্যবহার করে কিছু লোক বহিঃরাজ্যে গাঁজা নিয়ে যাবে। সেই সংবাদের উপর ভিত্তি করে পূর্ব আগরতলা থানার পুলিশের একটি দল যোগেন্দ্র নগর রেল স্টেশনে ছুটে যায়। যোগেন্দ্র নগর রেল স্টেশন থেকে পুলিশ দুই মহিলাকে শনাক্ত করে।

তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক দের লক্ষ টাকা হবে। ধৃত দুই মহিলা গাঁজা গুলো বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে বেশকিছু নাম জানা গেছে। স্থানীয় কয়েকজন এজেন্টও রয়েছে। সহসাই তাদেরকে গ্রেপ্তার করা হবে। ধৃত দুই মহিলার বাড়ি বিহারে। জেল হেপাজতে রেখে জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়ে বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য