স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ডিসেম্বর : পাগলা কুকুরের কামড়ে আহত কমপক্ষে ১৫ জন। ঘটনা মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধর্মনগর পুর পরিষদ এলাকায়। জানা যায় এইদিন ধর্মনগর পুর পরিষদ এলাকার বিভিন্ন জায়গায় পাগলা কুকুরের কামড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। দমকল বাহিনীর কর্মীরা আহতদের এক এক করে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে পৌঁছে দেন।
কেউ কেউ আবার নিজে থেকে হাসপাতালে যান। ধর্মনগর জেলা হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক জানান সকাল ৯ টা থেকে ওনার ডিউটি শুরু হয়েছে। সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে ১০ থেকে ১৫ জন জেলা হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ১০ জনকে খুব বাজে ভাবে কামড় দিয়েছে কুকুর। সকলকে হাসপাতাল থেকে চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে। কুকুরের কামড়ে আহতের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত কয়েকদিনে ৪০ থেকে ৫০ জনকে কামড় দিয়েছে কুকুর। এতে করে মানুষের মধ্যে একটা আতঙ্ক দেখা দিয়েছে।