স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ডিসেম্বর : কৈলাশহর থানার পুলিশ কৈলাসহরের দুর্গানগর এলাকা থেকে চুরি হয়ে যাওয়া গাড়ি সহ দুই চোরকে আটক করতে সক্ষম হয়। ঘটনার বিবরণে জানা যায়, কুমারঘাট এস ই কমপ্লেক্স সংলগ্ন এলাকার বাসিন্দা ঠিকেদার দীপক দে প্রতিদিনের মতো শনিবার রাতে TR 02 E 1928 নম্বরের গাড়িটি বাড়ির পাশে রেখে ঘুমিয়ে পড়েন।
রবিবার সকালবেলা তিনি ঘুম থেকে উঠে দেখতে পান গাড়িটি নেই। তারপর রবিবার দুপুর বেলা কুমারঘাট থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরবর্তী সময় কৈলাসহর থানার পুলিশ সোমবার সন্ধ্যা বেলা কৈলাসহর দুর্গানগর এলাকা থেকে গাড়ি সমেত রাহুল দেব এবং লক্সমন দেবনাথকে আটক করে কৈলাসহর থানায় নিয়ে আসে এবং পরবর্তী সময় তাদেরকে কুমারঘাট থানার হাতে তুলে দেয় কৈলাসহর থানার পুলিশ।