Saturday, May 24, 2025
বাড়িজাতীয়দেশে শীতের দেখা মিলবে জানুয়ারি ও ফেব্রুয়ারি । জানাল মৌসম ভবন

দেশে শীতের দেখা মিলবে জানুয়ারি ও ফেব্রুয়ারি । জানাল মৌসম ভবন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ নভেম্বর : সাধারণত দীপাবলির সময় কিংবা তার কিছু দিন পর থেকেই দেশের সর্বত্র হালকা শীত শীত অনুভূতি দস্তুর। তবে এ বার তেমন সম্ভাবনা খুব একটা নেই। বরং মৌসম ভবনের পূর্বাভাস, নভেম্বর মাসে উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন প্রান্তে গরমের অনুভূতি তুলনামূলক ভাবে বেশিই থাকতে পারে। অক্টোবর মাসেও স্বাভাবিকের তুলনায় বেশিই ছিল তাপমাত্রা। গত এক শতাব্দীরও বেশি সময়ে অক্টোবর মাসে এতটা গরম পড়েনি ভারতে। ১৯০১ সালের পর থেকে এটিই ছিল ভারতের উষ্ণতম অক্টোবর। দেশের গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.২৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

তুলনামূলক ভাবে উষ্ণ আবহাওয়ার জন্য মূলত দু’টি কারণের কথা জানিয়েছেন মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র। প্রথমত, পশ্চিমি ঝঞ্ঝার অনুপস্থিতি। দ্বিতীয়ত, বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপগুলির কারণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করেছে। এই দুইয়ের কারণে অক্টোবর মাসে দেশে গড় তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২৬.৯২ ডিগ্রি সেলসিয়াসে। যা ১৯০১ সালের পর থেকে অক্টোবর মাসে দেশের সর্বোচ্চ গড় তাপমাত্রা। ওই বছরের অক্টোবরে দেশের গড় তাপমাত্রা ছিল ২৫.৬৯ ডিগ্রি সেলসিয়াস।

অক্টোবরে দেশে সর্বনিম্ন তাপমাত্রার গড় ছিল ২১.৮৫ ডিগ্রি সেলসিয়াস। যেখানে স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২০.০১ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবন জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা কমার জন্য উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস প্রবেশ করা প্রয়োজন। যা এখনই হচ্ছে না। পাশাপাশি ওই অঞ্চল থেকে বর্ষা এখনও পুরোপুরি বিদায় নেয়নি। সেই কারণেও তাপমাত্রা নিম্নমুখী হতে পারছে না। ফলে আরও অন্তত দু’সপ্তাহ উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। তার পরে ধীরে ধীরে কমে স্বাভাবিকের দিকে আসার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস মৌসম ভবনের।

কেন্দ্রীয় আবহাওয়া দফতরের অধিকর্তা মৃত্যুঞ্জয়ের মতে, নভেম্বরকে শীতের মাস হিসাবে দেখছে না মৌসম ভবন। মূলত জানুয়ারি ও ফেব্রুয়ারিকেই শীতের মাস হিসাবে বিবেচনা করা হচ্ছে। ডিসেম্বরে হালকা শীতের অনুভূতি মিলতে পারে বলে জানিয়েছেন তিনি।

মূলত উত্তর-পূর্ব ভারতের এই পরিস্থিতির কারণেই দেশের সর্বত্র গড় তাপমাত্রার উপর প্রভাব পড়তে চলেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!