Friday, November 22, 2024
বাড়িরাজ্যমেলাঘর হাসপাতালে জরুরি বিভাগে নেই চিকিৎসা, উত্তেজনা রোগীর পরিবার-পরিজনদের

মেলাঘর হাসপাতালে জরুরি বিভাগে নেই চিকিৎসা, উত্তেজনা রোগীর পরিবার-পরিজনদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ অক্টোবর : হাসপাতালে নেই চিকিৎসকের দেখা। কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে বিনা চিকিৎসকের দ্বারা হাব তৈরি করার স্বপ্ন দেখছে বর্তমান সরকার। কিন্তু রাজ্যের জেলা ও মহাকুমা হাসপাতাল গুলির অবস্থা অত্যন্ত হতাশাজনক। বিভিন্ন সময় প্রত্যক্ষ করা যাচ্ছে হাসপাতালে মধ্যে চিকিৎসক নেই। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে রোগী।

শনিবার সকাল ১০ টা পর্যন্ত মেলাঘর মহকুমা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকের দেখা নেই। সকাল আটটা থেকে দাঁড়িয়ে থাকা এক রোগীর পরিবার মোবাইল ফোন দিয়ে গোটা বিষয়টি প্রত্যক্ষ করতেই তেলে বেগুনে জ্বলে উঠেন অন্যান্য স্বাস্থ্য কর্মীরা। তাদের বক্তব্য পরিষেবা পাওয়া না গেলেও সরকারি প্রতিষ্ঠানে মোবাইল দিয়ে ক্যামেরাবন্দি করা যাবে না। কিন্তু রোগীর পরিবার ক্যামেরা বন্দি করে গোটা হাসপাতালে দৃশ্য তুলে ধরেছেন। রোগীর পরিবারের অভিযোগ হাসপাতালের বহিঃ বিভাগে একজন চিকিৎসক থাকলেও সকাল দশটা পর্যন্ত জরুরী বিভাগে নেই চিকিৎসক। বহু শিশুকে আশঙ্কা জনক অবস্থায় নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলে কারোর কোন ভ্রুক্ষেপ নেই। মানুষের এই ধরনের অভিযোগ থেকে স্পষ্ট হয় সরকারি হাসপাতালে গিয়ে কতটা অসহায় মানুষ।

কতিপয় চিকিৎসক তাদের মোটা কামাইয়ের ধান্দায় দিনের পর দিন হাসপাতাল গুলিতে এভাবে ফাঁকি দিয়ে চলেছে। মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে কারোর কোন মাথা ব্যাথা নেই। জনগণের পয়সা দিয়ে ডাক্তার এবং জনপ্রতিনিধিরা মাসিক মোটা বেতন ও ভাতা ব্যাংক একাউন্টে পেয়ে গেলেও তারা নিজ এলাকার এবং হাসপাতাল গুলোতে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করছে না। ফলে মানুষের জীবন ঝুঁকিপূর্ণ। এভাবে পরিষেবা চলতে থাকলে প্রশ্ন উঠাটাই স্বাভাবিক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য