স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ অক্টোবর : গাড়ি চালকের অসাবধানতার কারণে প্রাণ হারালো নিরীহ সহজ সরল এক যুবক। মৃত যুবকের নাম শাহজাহান মিয়া। বয়স ২৫ বছর। মৃত যুবকের ভাইয়ের কাছ থেকে জানা যায়, শনিবার আগরতলা শহরতলী পশ্চিম নোয়াবাদী লাড্ডু চৌমুহনি এলাকার শাহাজাহান মিয়াকে বাড়ি থেকে জোর করে ডেকে নিয়ে যায় এলাকার রুবেল মিয়া নামে এক ব্যবসায়ী।
সেখানে যাওয়ার পর রুবেল মিয়া শাহজাহান সহ কয়েকজনকে দিয়ে টি আর ০১ এ ডব্লিউ ১৬৭৩ নম্বরে পণ্যবাহী অটোটে ইট, সিমেন্ট এবং রড সহ দেড় টন সামগ্রী বোঝাই করেন। তারপর তারা এই সামগ্রীগুলি নিয়ে জিরানিয়া যাওয়ার সময় এনআইটি কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছাতেই অতিরিক্ত পণ্য পরিবহন করায় গাড়ি উল্টে যায়। গাড়ি চালক ছিলেন রুবেল মিয়া নামে দোকানের মালিক। রুবেল মিয়া সহ বাকি তিনজন সুরক্ষিত থাকলেও শাহজাহানের মৃত্যু হয়েছে। কারণ শাহাজাহানকে গাড়ির পেছনে রডের সাথে দাঁড় করিয়ে রেখেছিল।
গাড়িটি যখন উল্টে যায় তখন রোড, ইট এবং সিমেন্টের চাপা পড়ে শাহজাহানের উপর। সাথে সাথে উদ্ধার করে নিয়ে আসা হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। কিন্তু মৃত্যু হয় শাহজাহানের। গাড়ি চালক অর্থাৎ দোকানের মালিক রুবেল মিয়ার গাফিলতির কারণে শাহাজাহানের অকালে প্রানহীন ঘটেছে বলে অভিযোগ তার ভাইয়ের। অভিযুক্ত গাড়ি চালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবে বলে জানান শাহজাহানের ভাই। রবিবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।