Friday, January 3, 2025
বাড়িবিশ্ব সংবাদ‘স্যার অ্যালেক্সই ম্যান ইউনাইটেড, তার বিদায়ের প্রভাব পড়বে দলে’

‘স্যার অ্যালেক্সই ম্যান ইউনাইটেড, তার বিদায়ের প্রভাব পড়বে দলে’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ অক্টোবর: ক্লাবের ব্যয় সঙ্কোচনের অংশ হিসেবেই ফার্গুসনের সঙ্গে চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড। কোচের দায়িত্ব থেকে অবসরের পর ২০১৩ সাল থেকে ক্লাবে দূত হিসেবে ভূমিকা পালন করছিলেন তিনি। বছরে তার আয় ছিল ২০ লাখ পাউন্ড।ইউনাইটেডের এই সিদ্ধান্ত নিয়ে ক্লাবের সমর্থকদের অনেকের মধ্যে তথা ইংলিশ ফুটবলেও বেশ বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ওল্ড ট্র্যাফোর্ডে ২৭ বছরের পথচলায় ক্লাবকে ১৩টি প্রিমিয়ার লিগ ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দিয়েছেন ফার্গুসন।

ইউনাইটেড আর ফার্গুসন প্রায় সমার্থক হয়েই গেছে।এখন সেই যুগল পথচলায় ছেদ পড়ছে। তবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে টেন হাগ বললেন, কাগজের সম্পর্ক শেষ হলেও ক্লাবের সঙ্গে ফার্গুসনের হৃদয়ের বন্ধন রয়ে যাব বলেই মনে করেন তিনি।“অবশ্যই এটির প্রভাব আমাদের ওপর পড়বে। স্যার অ্যালেক্সই ম্যান ইউনাইটেড, তার বিদায়ের প্রভাব পড়বে। আজকে ক্লাব যে অবস্থানে আছে, সেটি তার হাতেই গড়া। এমন একজনের না থাকার প্রভাব থাকবেই।”

“তবে অন্যদিকে, আমরা এটাও জানি যে, স্যার অ্যালেক্স সবসময়ই ম্যান ইউনাইটেডকে বিজয়ী দেখতে চান। আমি নিশ্চিত, যখনই কোনো পরামর্শের প্রয়োজন হবে, তাকে আমরা পাশে পাব এবং আমার দায়িত্বের গত আড়াই বছরে যেমনটি হয়েছে, সেভাবেই তাকে আমাদের সংক্ষিপ্ত মেয়াদে নান সময়ে প্রয়োজন হবে।”ফার্গুসনের অবসরের পর ম্যান ইউনাইটেড প্রিমিয়ার লিগ জিততে পারেনি আর একবারও, চ্যাম্পিয়ন্স লিগে তো নিয়মিত খেলার যোগ্যতাই অর্জন করতে পারছে না। টেন হাগও মেনে নিচ্ছেন, ক্লাবের মান আগের জায়গায় নেই। তবে আরও একবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তার কণ্ঠে শোনা গেল।“তিনি যে মান রেখে গিয়েছিলেন, এই মুহূর্তে আমরা তা স্পর্শ করতে পারছি না। তবে তার পরও ট্রফি জিতেছি।

মনে করে দেখুন, এর আগে ছয় বছর ক্লাব কোনো ট্রফি জেতেনি।”“আমরা ঘুরে দাঁড়াচ্ছি, আমরা ফিরে আসছি। অবশ্যই আমরা এখনও সেখানে পৌঁছতে পারি। তবে এটা গুরুত্বপূর্ণ, আমরা যেন সব প্রক্রিয়া ঠিক রাখতে পারি, দল গুছিয়ে নিতে পারি যেন, সেরা ফুটবলারদের নিয়ে সেরা দল গড়তে পারি।”২০২৩ সালে লিগ কাপ ও গত বছর এফএ কাপ জিতেছে ইউনাইটেড, ট্রফি জয় বলতে টেন হাগের ইঙ্গিত সেদিকে।চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে সাত ম্যাচের কেবল দুটি জিতে পয়েন্ট তালিকায় এখন ১৪ নম্বরে আছে টেন হাগের দল। শনিবার তারা খেলবে ব্রেন্টফোর্ডের বিপক্ষে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য