Saturday, December 7, 2024
বাড়িখেলাশেষের নাটকীয়তায় রোনালদোর গোলে দলের জয়

শেষের নাটকীয়তায় রোনালদোর গোলে দলের জয়

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ অক্টোবর: সৌদি প্রো লিগের ম্যাচটিতে শুক্রবার আল শাবাবকে ২-১ গোলে হারায় আল নাস্র।৯০ মিনিট শেষে যোগ করা সময়ের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান গড়ে দেন রোনালদো। একদম শেষ সময়ে পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হয় আল শাবাব।ম্যাচে আক্রমণ-প্রতি আক্রমণ ছিল বেশ। দুই দলই গোলে শট নেয় অনেক। লক্ষ্যে ছিল যদিও কম। আক্রমণ বেশি করে আল নাস্র। তবে প্রথমার্ধে গোল বের করতে পারেনি কোনো দলই।

৬৯তম মিনিটে কর্নার থেকে জটলার মধ্যে বাঁ পায়ের দারুণ ভলিতে গোল করে আল নাস্রকে এগিয়ে দেন কদিন আগেই দলে যোগ দেওয়া এমেরিক লাপোর্ত।সেই ব্যবধান টিকে ছিল নির্ধারিত সময়ের প্রায় শেষ পর্যন্ত। ৯০তম মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন আল নাস্রের আলি আলহাসান।তবে ম্যাচে রোমাঞ্চের শেষ নয় সেখানেই। আল নাস্রের আব্দুলরাহমান ঘারিবকে নিজেদের বক্সের সামান্য ভেতরে ফেলে দেন আল শাবাবের ডিফেন্ডার। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বরাবরের মতোই পরম নির্ভরতায় পেনাল্টি কাজে লাগান রোনালদো।

হাজার গোলের লক্ষ্য পূরণের পথে আরেকটি এগিয়ে তার গোল সংখ্যা এখন ৯০৭টি।তবে ম্যাচের উথালপাথাল উত্তেজনার শেষ নয় সেখানেই। যোগ করা সময়ের দ্বাদশ মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন আল নাস্রের মোহামেদ সিমাকান। পেনাল্টিতে সমতা ফেরানোর সুযোগ পায় আল শাবাব। কিন্তু আব্দেররাজাক হামাদাল্লাহ বল মেরে বসে পোস্টে।তিন পয়েন্টের স্বস্তিতে ম্যাচ শেষ করেন রোনালদোরা। সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছেন তারা। সব ম্যাচ জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য