স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ অক্টোবর : বুধবার লক্ষ্মী পূজা এবং ৩১ অক্টোবর দীপাবলিকে সামনে রেখে মহারাজগঞ্জ বাজারে লোক দেখানো অভিযান চালালো সদর মহকুমা প্রশাসন। মূলত শব্দ বাজির বিরুদ্ধে এইদিন অভিযান চালানো হয়। ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও সদর মহকুমা প্রশাসন আরক্ষা প্রশাসনের সহযোগিতা নিয়ে এই অভিযান চালায়। এইদিন মহারাজগঞ্জ বাজারের একাধিক দোকানে অভিযান চালানো হয়।
বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ শব্দ বাজি। সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক বিপুল দাস জানান লক্ষ্মী পূজা ও দীপাবলি উৎসবকে সামনে রেখে এই অভিযান চালানো হয়েছে। যে সকল শব্দ বাজি শব্দ দূষণ করতে পারে, সেই সকল শব্দ বাজির বিরুদ্ধে এইদিন অভিযান চালানো হয়েছে। যে সকল দোকানে শব্দ বাজি পাওয়া গেছে, সেই সকল দোকানের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। পাশাপাশি আগামিদিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান তিনি।