স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ অক্টোবর : প্রতি বছর কয়েক শতাধিক প্রতিমা নিরঞ্জন হয় রাজধানী দশমীঘাট হাওড়া নদীতে। এবছর অন্যান্য বছরে তুলনায় প্রতিমার নিরঞ্জনের পরিসংখ্যান বেড়েছে। প্রতিমা নিরঞ্জনের পর হাওড়া নদীর জল পরীক্ষা করার জন্য পাঠানো হয় ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পরিষদের ল্যাব্রটরীতে। প্রতি বছরের মতো এবছরও জল দূষণ খতিয়ে দেখতে তৎপর হয়েছে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পরিষদ। মঙ্গলবার দশমী ঘাট হাওড়া নদী থেকে জল সংগ্রহ করেছে দূষণ নিয়ন্ত্রণ পরিষদের কর্মীরা।
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে জল পরীক্ষা করে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে রিপোর্ট দেওয়া হয়। প্রতিমা নির্মাণে কোন কেমিক্যাল বেশি ব্যবহার করা হচ্ছে কিনা এবং এর সাথে কোন নির্মাণ সামগ্রী গুলি জল দূষণে বিপদজনক হয়ে উঠছে সে বিষয়গুলি খতিয়ে দেখা হয়। এর মধ্যে কোন বিষয় যদি দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের কাছে ভয়াবহ বলে মনে হয় তাহলে তা নিয়ে মৃৎশিল্পীদের এবং রাজ্য প্রশাসনকে সতর্ক করা হয়। তাই অন্যান্য বছরে মতো এবছরও প্রতিমা নিরঞ্জন প্রায় সমাপ্ত হওয়ার পর মঙ্গলবার দশমী ঘাট এলাকায় গিয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্মীরা জলের নমুনা সংগ্রহ করেন। পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট পাঠানো হবে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডকে। প্রতিবছরের মতো এবারও সজাগ দৃষ্টি রয়েছে বলে জানিয়েছেন দূষণ নিয়ন্ত্রণ পরিষদের কর্মীরা। উল্লেখ্য, হাওড়া নদীর জল আগরতলা শহরবাসীর চাহিদা মেটায়। নদীর জল মারাত্মক দূষণ হলে এর প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। তাই সজাগ দৃষ্টি রাখতে হয় প্রশাসনকে।