স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ সেপ্টেম্বর : ভয়াবহ দুর্ঘটনার শিকার দুই যুবক। ঘটনা রাজধানীর নন্দননগর স্কুল চৌমুহনী এলাকায়। আহত দুজনের নাম দেবাশীষ দেববর্মা এবং উপেন্দ্র রিয়াং। ঘটনার বিবরণে জানা যায়, নন্দননগর এলাকায় একটি লরির সাথে তাদের স্কুটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তারা।
স্থানীয়রা খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে নিয়ে আসে জিবি হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, দুই যুবকের পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়েছে। তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কা জনক। দুজনের হাত পা ভেঙ্গে গেছে। মাথা দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। যেকোনো সময় তাদের বিপত্তি ঘটতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন কর্তব্যরত চিকিৎসক।