Thursday, January 23, 2025
বাড়িরাজ্যঊষাবাজারের কালো ছায়া মেলাঘর পুর পরিষদ এলাকায়, শাসক দলের দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী...

ঊষাবাজারের কালো ছায়া মেলাঘর পুর পরিষদ এলাকায়, শাসক দলের দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে আহত চেয়ারপার্সনের স্বামী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ সেপ্টেম্বর : সারা রাজ্যের মত প্রশাসনকে পঙ্গু করে মেলাঘর পুর পরিষদ এলাকায় মাথা ছাড়া দিয়ে উঠেছে নিগো বাণিজ্য। নিগো বাণিজ্যকে কেন্দ্র করে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। গুরুতর ভাবে আহত মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা পাল রায়ের স্বামী অতনু পাল রায়। অভিযোগের কাঠ গড়ায় বিজেপি সিপাহীজলা জেলা দক্ষিনের সভাপতি দেবব্রত ভট্টাচার্য। মেলাঘর থানায় হয়েছে মামলা। অভিযোগ দীর্ঘ দিন ধরে মেলাঘর পুর পরিষদ এলাকায় নিগো বাণিজ্যকে কেন্দ্র করে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে ঠাণ্ডা লড়াই চলছিল।

মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিলা পাল রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান মেলাঘরে নিগোসিয়েশন বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন বিজেপি সিপাহীজলা জেলা দক্ষিনের সভাপতি দেবব্রত ভট্টাচার্য। দেবব্রত ভট্টাচার্য ওনাকে নিগোবাণিজ্যের সাথে যুক্ত হওয়ার জন্য বলেছিলেন। কিন্তু তিনি দেবব্রত ভট্টাচার্যর প্রস্তাবে রাজি হন নি। তারপর থেকে দেবব্রত ভট্টাচার্য নানান ভাবে ওনার উপর চাপ দিয়ে যাচ্ছেন। মেলাঘরে বাইরে থেকে কোন ঠিকেদার গিয়ে কাজ করতে পাড়ে না দেবব্রত ভট্টাচার্যর জন্য। দেবব্রত ভট্টাচার্য কিছু মাফিয়াকে নিজের ছত্র ছায়ায় আশ্রয় দিয়ে রেখেছে। দেবব্রত ভট্টাচার্য-র শুধুই টাকার প্রয়োজন। টাকা ছাড়া ওনার আর কোন কথা নেই। মেলাঘর পুর পরিষদ থেকে বাকা পথে দেবব্রত ভট্টাচার্য লক্ষ লক্ষ টাকা দেওয়ার জন্য বলেছেন। কিন্তু তিনি দেন নি। দেবব্রত ভট্টাচার্য-র কথা মতো না চলায় এইবার সরাসরি আক্রমণ করা হল মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যান অনামিকা পাল রায়ের স্বামী অতনু পাল রায়ের উপর। অনামিকা পাল রায় জানান সোমবার রাতে স্বামী সহ তিনি কালী পূজা থেকে বাড়িতে ফিরে আসছিলেন। সেই সময় দেবব্রত ভট্টাচার্য-র ছত্রছায়ায় থাকা মাফিয়া সেন্টু বর্মণ, কালীপদ বর্মণ, লক্ষণ ভৌমিক, উত্তম পাল, গণেশ দাস, সঞ্জয় পাল, বিপ্লব দেবনাথ ও তাদের সাঙ্গপাঙ্গরা ওনার স্বামীর উপর অতর্কিত হামলা চালায়। ওনার স্বামীর মাথায় দা দিয়ে কোপ দেওয়া হয়।

লোহার রড দিয়ে মারধর করা হয়। এমনকি ওনার শ্লীলতাহানি করা হয়েছে। তিনি আরও জানান দেবব্রত ভট্টাচার্য দীর্ঘ দিন ধরে ওনার উপর চাপ দিয়ে যাচ্ছেন মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সনের পদ থেকে পদত্যাগ করার জন্য। তিনি পদত্যাগ করেন নি বলেও ওনার স্বামী সহ ওনার উপর হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।দুষ্কৃতিদের আক্রমণে গুরুতর ভাবে আহত হন মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা পাল রায়ের স্বামী অতনু পাল রায়। রাতেই তাকে নিয়ে যাওয়া হয় মেলাঘর হাসপাতালে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অতনু পাল রায়। মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা পাল রায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান। পাশাপাশি তিনি জানান ঘটনার বিষয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য ও বিধায়ক কিশোর বর্মণকে অবগত করেছেন।সোমবার রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে মেলাঘর পুর পরিষদ এলাকার লোকজন একত্রিত হয়ে মেলাঘর থানার সামনে মেলাঘর-সোনামুড়া সড়ক অবরোধে সামিল হয় এলাকার বিজেপি কর্মীরা। এলাকার বিজেপি কর্মীদের পক্ষ থেকে দাবি জানানো হয় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা পাল রায় মেলাঘর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত মামলা দায়ের করেছেন। তবে কোন এক অজ্ঞাত কারনে পুলিশ নিরব ভুমিকা পালন করে যাচ্ছে। এখন দেখার পুলিশের সব কিছুর উপরে উঠে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে কিনা। উল্লেখ্য, সুশাসন জামানায় মন্ডল নেতাদের এবং বিভিন্ন ক্লাবের জমির দালালি এবং নিগো মাফিয়াগিরি অনেক অংশে বেড়েছে। সুরক্ষিত নয় রাজনীতির বাইরে থাকা মানুষও।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য