Wednesday, January 15, 2025
বাড়িবিশ্ব সংবাদডি আর কঙ্গোতে জেল ভেঙে পালানোর চেষ্টকালে নিহত ১২৯

ডি আর কঙ্গোতে জেল ভেঙে পালানোর চেষ্টকালে নিহত ১২৯

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩ সেপ্টেম্বর: গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সরকার জানিয়েছে, রাজধানী কিনশাসার কেন্দ্রীয় মাকালা কারাগার ভেঙে পালানোর চেষ্টাকালে অন্তত ১২৯ জন নিহত হয়েছেন।রোববার রাতের এ ঘটনার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে সরকার।রোববার দুপুর রাত ২টার দিকে কারাগারটিতে থাকা বন্দিরা কারাগার ভেঙে পালানো চেষ্টা করেছিল। অন্য বন্দিরা রয়টার্সকে জানান, তারা ব্যাপক গুলির আওয়াজ ও বাইরে বন্দিদের হইচই শুনেছেন।

মঙ্গলবার ভোররাতে সামাজিক মাধ্যম এক্স এ পোস্ট করা এক ভিডিও বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানি লুক জানান, ঘটনার সময় কারাগারটির প্রশাসনিক ভবন, খাদ্য গুদাম ও হাসপাতালে আগুন ধরে গিয়েছিল। ১২৯ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ৫৯ জন আহত হয়েছেন।তিনি বলেন, “মাকালা কেন্দ্রীয় কারাগার থেকে পালানোর এই গণপ্রচেষ্টায় বহু প্রাণহানি ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।”এর আগে এক কারা কর্মকর্তা জানান, কোনো বন্দি পালাতে পারেননি, যারাই পালানোর চেষ্টা করেছে নিহত হয়েছে। সরকার ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য