Thursday, May 22, 2025
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর আবেদনের সাড়া দিয়ে রক্তদানে এগিয়ে আছে মানুষ : মেয়র

মুখ্যমন্ত্রীর আবেদনের সাড়া দিয়ে রক্তদানে এগিয়ে আছে মানুষ : মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ সেপ্টেম্বর : রবিবার রাজধানীর শান্তি পল্লী এলাকায় রবীন্দ্র – নজরুল – সুকান্ত জন্মজয়ন্তী উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর এলাকার বিধায়ক দীপক মজুমদার। তিনি বলেন, রাজ্যের ব্লাড ব্যাংক গুলোর মধ্যে রক্তের সামঞ্জস্যতা বজায় রাখতে মুখ্যমন্ত্রী রাজ্যবাসী কাছে আবেদন জানিয়েছে এগিয়ে আসার।

 সে অনুযায়ী মানুষ রক্তদান শিবিরে এগিয়ে আসছে। এটা অত্যন্ত প্রশংসনীয়। কারণ রক্তের বিকল্প নেই। রক্তদান মহৎ দান। মানুষ নিজেও জানে না তার রক্তকে গ্রহণ করছে। তাই এই ধরনের নিঃস্বার্থমূলক কাজে যারাই এগিয়ে আসে তারা বড় মহৎ কাজ করে চলেছে। এ ধরনের শিবির আগামী দিনেও অব্যাহত রাখার জন্য আহ্বান জানান মেয়র। মেয়রের সঙ্গে ছিলেন এলাকার বিধায়িকা মিনা রানী দাস সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!