Sunday, May 18, 2025
বাড়িরাজ্যস্তব্ধ আসাম-আগরতলা জাতীয় সড়ক দিয়ে যান চলাচল

স্তব্ধ আসাম-আগরতলা জাতীয় সড়ক দিয়ে যান চলাচল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ আগস্ট : প্রবল বৃষ্টির ফলে স্তব্ধ হয়ে পড়েছে আসাম-আগরতলা জাতীয় সড়কে যান চলাচল। ত্রিপুরা রাজ্যের লাইফ লাইন হিসাবে পরিচিত আসাম আগরতলা জাতীয় সড়ক। এই জাতীয় সড়ক দিয়ে প্রতিদিন শতশত মালবাহী গাড়ি বহিঃরাজ্য থেকে মাল নিয়ে রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন স্থানে যায়। মাত্র কয়েকমাস পূর্বে আসাম-আগরতলা জাতীয় সড়ক প্রশস্ত করা হয়। ২০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। জাতীয় সড়ক প্রশস্ত করার কাজের বরাত পায় বহিঃরাজ্যের নীতিন শাই কনস্ট্রাকশন নামক সংস্থা। রাস্তা প্রশস্ত কারার কাজ শুরু হওয়ার পর থেকে নিম্ন মানের কাজের অভিযোগ উঠতে শুরু করে।

এই নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদও সম্প্রচার করা হয়। সেই সময় পূর্ত দপ্তরের এন.এইচ ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার অমিত দাস এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অঞ্জন কুমার দাস অভিযোগের কোন পাত্তা দেন নি। আর তাদের মদতে নির্মাণ সংস্থা নিম্ন মানের কাজ করে যায়। যার খেসারত দিতে হচ্ছে বর্তমানে। প্রবল বৃষ্টির ফলে বর্তমানে ৪৭ মাইল মহাদেব টিলা এলাকার জাতীয় সড়কের বিশাল অংশ ভেঙ্গে রয়েছে। রাস্তার একাংশ ধ্বসে খাদে চলে গেছে। ফলে যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে রয়েছে। এক ব্যক্তি জানান যান চলাচল স্তব্ধ হয়ে যাওয়ার ফলে রাস্তার দুই পাশে শতশত গাড়ি লাইন ধরে দাড়িয়ে রয়েছে। বহিঃরাজ্য থেকে মাল নিয়ে আসা বড় বড় মালবাহী গাড়ি দুইদিন ধরে ঠাই দাড়িয়ে রয়েছে। যে ভাবে জাতীয় সড়ক ভেঙ্গেছে, তা সারাই করতে বেশ কয়েকদিন সময় লাগবে বলেও জানান তিনি। এই ভাবে মালবাহী গাড়ি দিনের পর দিন ঠাই দাড়িয়ে থাকলে তার প্রভাব রাজ্যে কিছুটা হলেও পড়বে তা বলার অপেক্ষা রাখে না। কারন বহিঃরাজ্য থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে আসা গাড়ি ঠাই দাড়িয়ে রয়েছে দুই দিন ধরে। কবে জাতীয় সড়ক সারাই করা হবে, কবে যান চলাচল স্বাভাবিক হবে তাও বলতে পারছেন না যান চালকরা। এখন দেখার কবে নাগাদ আসাম-আগরতলা জাতীয় সড়ক দিয়ে যান চালচল স্বাভাবিক হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!