স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ আগস্ট : গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে রাজ্যের। প্রাথমিকভাবে ১ লক্ষ ২৮ হাজার মানুষ অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে। মৃত্যু হয়েছে ২৪ জনের। নিখোঁজ দুজন। প্রাথমিকভাবে প্রায় ৫,০০০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। গত ২৪ বছরে এত বড় বন্যা দেখা যায়নি। এই পরিস্থিতিতে সরকারি ব্যবস্থা নিয়োজিত ছিল। এবং বিশেষ করে এই পরিস্থিতি দিকে নজর রেখেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
শনিবার প্রদেশ বিজেপি কার্যালয় সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন প্রদেশ বিজেপি -র সাধারণ সম্পাদক অমিত রক্ষিত। তিনি বলেন, এ পরিস্থিতিতে মানুষকে উদ্ধারের জন্য প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রদেশ বিজেপি -র কার্যকর্তা ও কর্মী সমর্থকরা। তিনি আরো বলে এত বৃষ্টি বিষয় অগ্রিম জানা থাকলে পূর্বের কোন ব্যবস্থা যথেষ্ট নয়। বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠতে আগামী দিন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা হবে বলে জানান তিনি। যাতে এই পরিস্থিতি কাটিয়ে ওঠে মানুষ পুনরায় স্বাভাবিক জীবন যাপন করতে পারে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি -র মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী, ভগবান দাস।