Friday, May 23, 2025
বাড়িরাজ্যবন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে গেলেন জেলা পুলিশ সুপার

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে গেলেন জেলা পুলিশ সুপার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ আগস্ট : মঙ্গলবার থেকেই বন্যা কবলিত রাজধানীর শ্রীলঙ্কা বস্তি, বলদা খাল এলাকার অবস্থা অনেকটাই বিপদজ্জনক হয়ে আছে। মানুষকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে অস্থায়ী শিবিরে। বুধবার দুপুর পর্যন্ত লাগাতার দৃষ্টিতে পরিস্থিতি আরও বেশি ভয়াবহ হয়ে দাঁড়ায়। খবর পেয়ে পরিদর্শনে বের হন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরন কুমার কে।

বোটে করে তিনি বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন। সাথে ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। বন্যা কবলিত এলাকা ঘুরে দেখার সময় বন্যা কবলিত এলাকায় আটকে পড়া লোকজনদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন পুলিশ সুপার। বন্যা কবলিত এলাকা ঘুরে দেখার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরন কুমার কে জানান চন্দ্র পুর এলাকায় রাস্তায় জল জমে গেছে। যান চলাচল স্তব্ধ হয়ে গেছে। শ্রীলঙ্কা বস্তি বলদাখাল এলাকা জল মগ্ন হয়ে পড়েছে। এই সকল এলাকার লোকজনদের উদ্ধারের জন্য দুইটি বোট নামানো হয়েছে। পশ্চিম জেলার বিভিন্ন স্থানে জল জমে গেছে। দুর্যোগ মোকাবেলা দলের পাশাপাশি এনডিআরএফ, এসডিআরএফ, আসাম রাইফেল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!