Wednesday, January 22, 2025
বাড়িরাজ্যবোটে করে অফিসে গেলেন মুখ্যমন্ত্রী

বোটে করে অফিসে গেলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ আগস্ট : জলমগ্ন শহর আগরতলায় বাড়ি থেকে বের হওয়া দায় হয়ে দাঁড়িয়েছে। চারিদিকে থৈ থৈ করছে জল। বহু বাড়ি ঘরে ঢুকে পড়েছে জল। মুখ্যমন্ত্রীর নিজ বাসভবনেরও একই অবস্থা। মুখ্যমন্ত্রীর নিজ বাস ভবনের সামনে রাস্তায় হাঁটু সমান জল জমে গেছে। বোটে করে এইদিন অফিসে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

 অফিসে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এই ধরনের বৃষ্টি আগে কখনো হয় নি। দক্ষিণ জেলায় প্রায় ৩৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও অন্যান্য জায়গাতেও প্রায় ৩৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলা করতে মহাকুমার শাসক ও জেলা শাসক সতর্ক রয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বুধবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। আরও এনডিআরএফ জওয়ান প্রেরন করার জন্য বলেছেন। দপ্তর থেকে চিঠিও প্রেরন করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহযোগিতার আশ্বাস দিয়েছেন। জেলা শাসক, মহকুমা শাসকরা সতর্ক রয়েছেন। এখনো পর্যন্ত রাজ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে দুই জন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে সরকারি ভাবে সাহায্য করা হবে। তবে যতটা সম্ভব ততটাই করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে সহ অন্যান্য আধিকারিক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য