Friday, May 23, 2025
বাড়িরাজ্যরাজ্যেও পালন করা হয় রাজীব গান্ধীর জন্ম জয়ন্তী

রাজ্যেও পালন করা হয় রাজীব গান্ধীর জন্ম জয়ন্তী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ আগস্ট : সমগ্র দেশের সাথে রাজ্যেও পালন করা হয় রাজীব গান্ধীর জন্ম জয়ন্তী। এইদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে দিনটি যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয়। রাজিব গান্ধীর জন্ম জয়ন্তীকে সদ ভাবনা হিসাবে পালন করে থাকে কংগ্রেস দল। এইদিন প্রথমে প্রদেশ কংগ্রেস ভবনে সামনে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এবং রাজিব গান্ধীর মূর্তিতে মাল্যদান করে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মণ, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে সকলে গান্ধী ঘাট যান। সেখানে গিয়ে সকলে শহিদ বেদিতে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান রাজিব গান্ধী ছিলেন একবিংশ শতাবধির একজন মহান নেতা। ওনার সময়ে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে তথ্য প্রযুক্তি বিজ্ঞান উন্নয়নের যুগে প্রবেশ করেছে। পাশাপাশি তিনি রাজিব গান্ধীর কর্ম জীবনের বিষয়ে তুলে ধরেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!