Thursday, January 23, 2025
বাড়িরাজ্যদুদিন স্কুল এবং একদিন কলেজ বন্ধ রাখার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী

দুদিন স্কুল এবং একদিন কলেজ বন্ধ রাখার ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ আগস্ট : ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্য সরকার ২১ এবং ২২ আগস্ট সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি ২১ আগস্ট সমস্ত কলেজ বন্ধের থাকবে। সামাজিক মাধ্যমে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

তিনি আরো বলেন, সকল শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীদের নিরাপদে থাকার জন্য। কারণ গোটা রাজ্য প্লাবিত। মঙ্গলবার দুপুর থেকে তেমন বৃষ্টি না হওয়ায় পরিস্থিতি উন্নতি হয়েছে বলে ধরে নিয়েছিল প্রশাসন। কিন্তু মঙ্গলবার রাত থেকে পুনরায় বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে রাজ্যের বিভিন্ন মহকুমা। বুধবার সকালে ছাত্র-ছাত্রীরা স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। তারপর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পেয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করেন দুদিন স্কুল এবং একদিন কলেজ বন্ধ রাখার। তারপর এ বিষয়ে সামাজিক মাধ্যমে ঘোষণা দেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য