Friday, May 23, 2025
বাড়িরাজ্যম্যালেরিয়ার প্রাদুর্ভাব আঠারোমুড়া পাহাড়ের পাদদেশে, সঙ্গে জল বাহিত রোগ

ম্যালেরিয়ার প্রাদুর্ভাব আঠারোমুড়া পাহাড়ের পাদদেশে, সঙ্গে জল বাহিত রোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই : আঠারোমুড়া পাহাড়ের পাদদেশে গিরি বাসীদের মধ্যে ছড়িয়ে পড়ল ম্যালেরিয়া। সঙ্গে থাবা বসাতে শুরু করেছে জলবাহিত রোগ। একাধিক রোগী ভর্তি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। জানা যায়, আঠারোমুড়া পাহাড়ের পাদদেশ সংলগ্ন বিলাইহাম, কাঁকড়াছড়া, বিলাইথাঙ নোনাছড়া এডিসি ভিলেজ এর গিরিবাসিদের এখনো তৃষ্ণা মেটাতে হচ্ছে ছড়ার জলে। যার কারণে বর্তমান সময়ের সেই সমস্ত এলাকাগুলোতে ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে।

গিরিবাসীরা আক্রান্ত হতে শুরু করেছেন জলবাহিত রোগে। প্রজাবাহাদুর মলসমপাড়া এলাকার নন্দকুমার মলসুম, চামপ্লাই এলাকার মধু দেববর্মা এবং কৃষ্ণপুর এলাকার কৃষ্ণধন সরকার বর্তমানে ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৭৫ বছর বয়সের নন্দকুমার মলসুমের পুত্র জানিয়েছেন প্রজা বাহাদুর মলসম পাড়ায় এখনো ১০ থেকে ১২ জন ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী থাকতে পারে। কারণ প্রতিটি ঘরেই নাকি এখন জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। ম্যালেরিয়া রোগের পাশাপাশি জলবাহিত রোগ বর্তমানে ইঙ্গিত দিচ্ছে ভয়াবহ পরিণামের। ইতিমধ্যেই প্রয়োজন প্রশাসনিক হস্তক্ষেপের। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে আক্রান্ত রোগীদের সংখ্যা আরো বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!