Sunday, May 18, 2025
বাড়িরাজ্যমেগা বৃক্ষ রোপণ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী

মেগা বৃক্ষ রোপণ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জুলাই : বন দপ্তরের উদ্যোগে শুক্রবার মেগা বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। মোহনপুরের তারা নগর এলাকায় জাতীয় সড়কের পাশে এইদিন ৫ মিনিটে ৫ লক্ষ গাছের চারা রোপণ করা হয়। এইদিন প্রথমে তারা নগর রাস্তার পাশে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন প্রকৃতির থেকে অনেক কিছু শিখার রয়েছে। প্রকৃতির ভারসাম্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতি ভারসাম্য হারিয়ে ফেললে বিপদ। রক্তের যেমন কোন ধর্ম নেই, তেমনি গাছেরও কোন ধর্ম নেই। দিল্লির তুলনায় ত্রিপুরা রাজ্যে দূষণের মাত্রা অনেক কম। কিন্তু বন দস্যুরা বন ধংস করে ফেলছে। এইটা কোন অবস্থায় বর্তমান সরকার মেনে নেবে না। মুখ্যমন্ত্রী বন মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন বন দস্যুদের যে কোন ভাবে হোক ধরতে হবে। মানুষ যেমন গাছ ছাড়া বাচবে না। তেমনি গাছও মানুষ ছাড়া বাচবে না। কারন গাছ মানুষকে অক্সিজেন প্রদান করে। আবার গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রাস্তার দুই পাশে গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে এইদিন এলাকার লোকজনদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!