Tuesday, October 22, 2024
বাড়িখেলারেকর্ড গড়া মেসির মনোযোগ ‘সেরাটা দেওয়ায়’

রেকর্ড গড়া মেসির মনোযোগ ‘সেরাটা দেওয়ায়’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ জুন: আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শুক্রবার কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। এই ম‍্যাচ মাঠে নামতেই লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৫ ম্যাচ খেলার রেকর্ড গড়েন মেসি। ছাড়িয়ে যান ১৯৪২ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত ৩৪ ম‍্যাচ খেলা চিলির গোলরক্ষক সের্হিও লিভিংস্তোনকে।এই প্রথম দেশের হয়ে কোনো টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার লক্ষ‍্য নিয়ে নামলেন তিনি। ম‍্যাচ শেষে অনুবাদকের সাহায‍্য নিয়ে ফক্সকে মেসি বললেন, রেকর্ড নিয়ে একদমই ভাবেননি তিনি। উপভোগের মন্ত্রে খেলে যেতে চান এই আসরে।

“সবসময়ই বলি, আমি কখনও রেকর্ডের দিকে মনোযোগ দেই না। কেবল এবারের কোপা আমেরিকা উপভোগ করতে চাই এবং নিজের সেরাটা দিতে চাই।”ম‍্যাচের আগের দিন কানাডা কোচ বলেছিলেন, মেসিদের বিপক্ষে নির্ভয় ফুটবল খেলতে চান তিনি। রক্ষণে গুটিয়ে না থেকে সমানে-সমান খেলারই চেষ্টায় ছিল কানাডা। হারলেও প্রতিপক্ষ অধিনায়কের প্রশংসা পেল তারা।“আমরা জানতাম, এটা খুব কঠিন লড়াই হবে। জানতাম খেলার জন‍্য কানাডা কঠিন প্রতিপক্ষ।”“ওরা শরীর নির্ভর, খুবই শরীর নির্ভর দল। প্রথমার্ধে খুব কম জায়গা ছিল। এটা ছিল তীব্র, শরীরের দিক থেকে তীব্র লড়াই। আর দ্বিতীয়ার্ধে আমরা এগিয়ে যেতে ও ভালো খেলতে সক্ষম হই।”আগামী বুধবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য