Thursday, December 26, 2024
বাড়িখেলামাঠ নিয়ে আর্জেন্টিনা কোচের অসন্তোষ

মাঠ নিয়ে আর্জেন্টিনা কোচের অসন্তোষ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২১ জুন: শুক্রবার ভোরে শুরু হওয়া ম‍্যাচে ২-০ গোলে জিতে আসর শুরু করেছে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে গোল দুটি করেছেন হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্তিনেস।মেজর লিগ সকারের দল আটলান্টা ইউনাইটেড এবং ন‍্যাশনাল ফুটবল লিগের দল আটলান্টা ফ‍্যালকনের ম‍্যাচ হয় এই স্টেডিয়ামে। সাধারণত আর্টিফিশিয়াল টার্ফ ব‍্যবহৃত হলেও কোপা আমেরিকার ম‍্যাচের আগে সাময়িকভাবে ঘাসের একটি স্তর বসানো হয় এখানে।

মাঠে খুব একটা গতিময় ছিল না আর্জেন্টিনা। রক্ষণেও জড়তা ছিল স্পষ্ট। ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে দলটির ম‍্যাচের মতোই ভুগছিল রক্ষণ। সেই ম‍্যাচে ২-১ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল, শেষ পর্যন্ত শিরোপা জিতে নেওয়া আর্জেন্টিনা।ম‍্যাচ শেষে স্কালোনি বলেন সেই ম‍্যাচ আর এই লড়াইয়ে পার্থক‍্য শুধুই মাঠে।“শুরুটা সৌদি আরবের বিপক্ষে ম‍্যাচের মতোই। পার্থক‍্য শুধু আমরা বেশ ভালো একটা মাঠে তখন খেলেছিলাম।”“সবার প্রতি সম্মান রেখেই বলছি, ভাগ্য ভালো যে আমরা জিতেছি। নয়তো এটা খুব সস্তা অজুহাত হতো। আমরা সাত মাস আগেই জানি, এখানে খেলব। আর তারা টার্ফ পরিবর্তন করেছে স্রেফ দুই দিন আগে।”স্কালোনি মনে করেন, টুর্নামেন্টের জন‍্য এই ধরনের মাঠ মোটেও সহায়ক নয়।

“এটা কোনো অজুহাত নয়। স্টেডিয়াম খুবই সুন্দর। সিনথেটিক টার্ফ অবশ‍্যই দর্শনীয়। তবে আজকের মাঠ এই ধরনের খেলোয়াড়দের জন‍্য উপযুক্ত নয়।”স্কালোনির কথার সুর শোনা গেল গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের কণ্ঠেও। আর্জেন্টাইন গণমাধ‍্যম টিওয়াইসি স্পোর্টসকে বলেন, মাঠের উন্নতি না ঘটালে ইউরোপিয়ান চ‍্যাম্পিয়নশিপের নিচেই থেকে যাবে কোপা আমেরিকা“এখানে শক্তিশালী কানাডার বিপক্ষে ভালো সব ফরোয়ার্ড নিয়ে খেলেছি। এই মাঠ ভীষণ বাজে আর এটা আমাদের কাজ কঠিন করে তুলেছিল।”“এই দিকটায় আমাদের উন্নতি করতে হবে। নয়তো সবসময় ইউরোপিয়ান চ‍্যাম্পিয়নশিপের নিচেই থাকবে কোপা আমেরিকা।”আগামী বুধবার নিজেদের পরে ম‍্যাচে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য