Friday, May 23, 2025
বাড়িরাজ্যশুকনো গাঁজা সহ আটক ১

শুকনো গাঁজা সহ আটক ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুন : সিধাই থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে উদ্ধার করে বিপুল পরিমাণ শুকনো গাঁজা। সিধাই থানার ভারপ্রাপ্ত ওসি মুংগেশ পাটারির জানান শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সিধাই থানার অন্তর্গত পশ্চিম চান্দপুর ভিলেজের ছোট কুটনা পাড়ায় কান্তারাম দেবর্বমার বাড়িতে বিপুল পরিমাণ শুকনো গাঁজা মজুত রয়েছে।

 সেই সংবাদের ভিত্তিতে পুলিশ কর্মী ও সিআরপিএফ জওয়ানদের নিয়ে কান্তারাম দেববর্মার বাড়িতে শনিবার ভোর রাতে অভিযান চালান। অভিযানকালে বাড়ির মালিক কান্তারাম দেববর্মা পালিয়ে যায়। কিন্তু পুলিশ কান্তারাম দেববর্মার মেয়ের জামাই  দুলন দেবর্বমাকে আটক করতে সক্ষম হয়। একই সাথে উদ্ধার হয় বস্তা ও ড্রাম ভর্তি বিপুল পরিমাণ শুকনো গাঁজা। উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা হবে বলে জানান মুংগেশ পাটারি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!