স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ নভেম্বর : ভয়াবহ যান দুর্ঘটনা বাগমা হাসপাতাল চৌমুহনী এলাকায়। একটি বাইক ও দুইটি যাত্রীবাহী অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হল ৭ জন। জানা যায় পালাটানা ও শালগরা এলাকা থেকে ৬ জন বৃদ্ধ বৃদ্ধা একটি অটোতে করে বৈষ্ণব সেবায় যাচ্ছিলেন। বাগমা হাসপাতাল চৌমুনী এলাকায় সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে তাদের অটো গাড়িটির সাথে একটি বাইক ও অপর একটি যাত্রীবাহী অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আহত হয় মোট ৭ জন। আহতদের দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়।
গোমতী জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান আহত ৭ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কা জনক। তাদেরকে প্রাথমিক চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। বাকি ৫ জন গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

