Sunday, May 25, 2025
বাড়িরাজ্যপৃথক দুটি দুর্ঘটনায় আহত তিন

পৃথক দুটি দুর্ঘটনায় আহত তিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুন। বিশালগড়ে পৃথক দুইটি দুর্ঘটনায় আহত হল তিনজন। বুধবার গভীর রাতে বিশালগড় থানার অন্তর্গত গকুলনগর রাস্তার মাথা এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। TR-01BT-0799 নাম্বারের একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বাড়িতে ঢুকে পরে। অল্পেতে রক্ষা পায় গাড়ির চালক। স্থানীয় এক যুবক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় গভীর রাতে তারা বিকট শব্দ শুনতে পায়।

কিন্তু রাতের বেলায় কেউ আর ঘর থেকে বের হয় নি। বৃহস্পতিবার সকালে তারা দেখতে পায় একটি গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা এক বাড়িতে ঢুকে পড়েছে। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে গাড়ির চালক। অপরদিকে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন জাতীয় সড়কে। সেখানে TR-01E-1549 নাম্বারের মালবাহী ট্রাক গাড়ির সাথে TR-01BU-0707 নাম্বারের একটি হুন্ডাই গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে হুন্ডাই গাড়িতে থাকা রেশমি মুরাসিং, দেবশ্রী মুরাসিং এবং সারথি মুড়া সিং নামে তিনজন আহত হয়। আহতদের দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী সময় পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুইটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!