স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুন। পরিত্যক্ত জায়গা থেকে অবৈধ চোরাই কাঠ উদ্ধার করলো বনকর্মীরা। বুধবার রাতে বিশালগড় চন্দ্রনগর টিলা এলাকার পরিত্যক্ত জায়গা থেকে ২০ ফুট চোরাই কাঠ উদ্ধার করে চড়িলাম বন দপ্তরের কর্মীরা। বনকর্মীরা আসার আগাম খবর পেয়ে বনদুস্যরা ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়।
পরবর্তী সময় অবৈধ চোড়াই কাঠগুলি উদ্ধার করে চড়িলাম বনদপ্তরের অফিসে নিয়ে আসে বনকর্মীরা। এই অভিযানের নেতৃত্বে ছিলেন জম্পুইজলা ফরেস্ট প্রটেকশন ইউনিটের ইনচার্জ তাপস দেবনাথ। জম্পুইজলা ফরেস্ট প্রটেকশন ইউনিটের ইনচার্জ তাপস দেবনাথ চোরাই কাঠ উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানান।