Saturday, May 17, 2025
বাড়িখেলাইউরোর আগে লেভানদোভস্কির চোট শঙ্কা

ইউরোর আগে লেভানদোভস্কির চোট শঙ্কা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ জুন: ঘরের মাঠে সোমবার তুরস্কে ২-১ গোলে হারায় পোল্যান্ড। ম্যাচের দ্বাদশ মিনিটে প্রথম গোল করেন স্ফিদারস্কি। গোলে সহায়তা করেন লেভানদোভস্কি।পরে তুরস্ক সমতা ফেরালে ৯০ মিনিটে নিকোলা জালেবস্কির গোলে নিশ্চিত হয় পোল্যান্ডের জয়।প্রথম গোলের পর উদযাপন করতে গিয়ে পা মচকে ফেলেন স্ফিদারস্কি। তবু খেলা চালিয়ে যান। কিন্তু ব্যথার তীব্রতা সইতে না পেরে ১৯ মিনিটে মাঠ ছেড়ে যেতে হয় তাকে।ম্যাচ শেষে দলের কোচ মিখাল প্রবিয়েশ জানান চোটের সবশেষ অবস্থা।“কারলের অ্যাঙ্কেল মচকে গেছে। পরীক্ষা করার পরই আমরা তার অবস্থা বুঝতে পারব, কী পরিস্থিতি হয় দেখতে পারব। তবে অবশ্যই (ইউরো স্কোয়াডে) কোনো পরিবর্তন আনা হবে না।”

স্ফিদারস্কি মাঠ ছাড়ার ১৪ মিনিট পর ঊরুর সমস্যায় ভুগতে দেখা যায় লেভানদোভস্কিকে। কোনো ঝুঁকি না নিয়ে মাঠ থেকে তুলে নেওয়া হয় তাকে। মিখাল জানালেন, লেভানদোভস্কির চোট তেমন গুরুতর কিছু নয়।এর আগে শুক্রবার ইউক্রেইনের বিপক্ষে পাওয়া চোটে ইউরো থেকে ছিটকেই গেছেন পোল্যান্ডের আরেক ফরোয়ার্ড আর্কাদিউস মিলিক। এখন স্ফিদারস্কির অবস্থাও যদি ভালো না হয় তাহলে কঠিন অবস্থায়ই পড়তে হবে দলটিকে।আগামী রোববার ইউরোয় নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পোল্যান্ড। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও ফ্রান্স।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!