Friday, May 23, 2025
বাড়িরাজ্যছাত্র-ছাত্রীদের আত্মনির্ভর হওয়ার কথা বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

ছাত্র-ছাত্রীদের আত্মনির্ভর হওয়ার কথা বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : রাণীরবাজার গীতাঞ্জলি হলঘরে সোমবার রাণীরবাজার পুর পরিষদের উদ্যোগে ২০২৪ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। এই দিনের অনুষ্ঠানে মন্ত্রী কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করে সকলের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

মন্ত্রী বলেন, শিক্ষার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আত্মার উৎকর্ষ সাধন। শুধু ডিগ্রি অর্জনের শিক্ষা প্রকৃত শিক্ষা নয়। প্রকৃত শিক্ষা হলো মানুষের জন্য সমাজে এগিয়ে আসা বলে জানান মন্ত্রী। আরো বলেন, বিগত দিনে ব্যতিক্রমি চিন্তাভাবনা ছিল। ছাত্রীদের বলা হত পড়াশোনা করে তাদের সংসার করতে হবে। কিন্তু এই চিন্তা থেকে এখন ছাত্রীরা বের হয়ে আত্মনির্ভরের কথা ভাবছে। আজকাল মেয়েদের মনে রাখতে হবে পড়াশোনা করে তাদের আত্মনির্ভর হতে হবে। তারপর তারা তাদের ভবিষ্যতের কথা চিন্তা করবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!