Tuesday, May 20, 2025
বাড়িরাজ্যঅগ্নিকান্ডে পুড়ে ছাই একটি রাবারের স্মোক হাউস

অগ্নিকান্ডে পুড়ে ছাই একটি রাবারের স্মোক হাউস

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জুন : শান্তিরবাজার মহকুমার বেতাগা সাইনবোর্ড এলাকায় অগ্নিকান্ডে পুড়ে ছাই একটি রাবারের স্মোক হাউস। ঘটনার বিবরনে জানা যায় সোমবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বেতাগা সাইনবোর্ড এলাকায় জাতীয় সড়কের পাশে অজিত দত্ত নামে এক ব্যক্তির রাবারের স্মোক হাউজে অগ্নিসংযোগ ঘটে।

 স্মোক হাউসের কর্মীরা কাজে এসে প্রত্যক্ষ করে রাবারের স্মোক হাউস থেকে ধুয়া বের হচ্ছে। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকান্ডে ২০ থেকে ৩০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান স্মোক হাউসের এক কর্মী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!