Saturday, May 24, 2025
বাড়িরাজ্যগোমতী নদীতে তলিয়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার

গোমতী নদীতে তলিয়ে যাওয়া ব্যক্তির মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মে : অবশেষে দুদিন পর মেলাঘর ঘ্রানতলী এলাকা দিয়ে বয়ে যাওয়া গোমতী নদী থেকে করিম খানের পচাগলা মৃতদেহ উদ্ধার হয়। জানা গেছে গত মঙ্গলবার মেলাঘর ইন্দিরা নগর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা করিম খান গোমতী নদী থেকে বন্যার জলে ভেসে আসা লাকড়ি ধরতে জলে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু জলের প্রবল স্রোতে করিম খান জলের নিচে তলিয়ে যায়।

 পরে মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং এন ডি আর এফ কর্মীরা দীর্ঘ সময় ধরে নদীতে করিম খানের দেহ উদ্ধারে চেষ্টা চালিয়েছিল। কিন্তু করিম খানের দেহ উদ্ধার হয়নি। অবশেষে বৃহস্পতিবার সাত সকালে এলাকাবাসী ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে বালুর চরে করিম খানের পচা গলা দেহ দেখতে পায়। পরে খবর দেওয়া হয় মেলাঘর থানায় এবং মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা, কিন্তু আড়াই ঘণ্টা পর মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। এদিকে এই ঘটনার খবর পেয়ে নদীর দুইপাশের মানুষ এসে জড়ো হয়। পরে পুলিশ নদী থেকে করিম খানের পচাগলা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে করিম খানের মৃত্যুর খবর পৌঁছাতেই পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়েন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!