স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ মে: ফ্রান্সের উত্তরপশ্চিমের নগরী রুয়েনে সশস্ত্র এক ব্যক্তি ইহুদিদের উপাসনালয় একটি সিনাগগে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করার সময় পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।বলেছে, ওই ব্যক্তির হাত একটি ছুরি ছিল এবং তিনি পুলিশের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসার সময় পুলিশ তাকে গুলি করে।নগরীর মেয়র নিকোলাস মায়ের-রোসিগনাঅল বলেন, সিনাগগে হামলা শুধুমাত্র ইহুদি সম্প্রদায়ের উপরই আক্রমণ নয় বরং এটা ‘পুরো নগরীর উপর আঘাত এবং যা দুঃখজনক’।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে (জিএমটি ০৫:৪৫) একটি সিনাগগ থেকে ধোঁয়া উড়তে দেখা গেলে পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক ব্যক্তিকে ছুরি ও লোহার রড হাতে দেখতে পায়। পরে এক পুলিশ কর্মকর্তা তাকে গুলি করে।মেয়র জানান, ফায়ারফাইটাররা ঘটনাস্থলে গিয়ে সিনাগগে আগুন ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করে। সেখানে অস্ত্রধারী ব্যক্তি ছাড়া আর কেউ হতাহত হয়নি।পশ্চিম ইউরোপের অন্যান্য দেশের মত ফ্রান্সেও গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইহুদি বিদ্বেষ বেড়েছে।