Friday, May 23, 2025
বাড়িরাজ্যদুর্ঘটনায় আহত অটো চালক

দুর্ঘটনায় আহত অটো চালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মে : এক বাইক চালককে বাঁচাতে গিয়ে এক অটো চালক রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে যায়। ঘটনায় অটো চালকের ডান পা ভেঙে যায়। ঘটনাটি ঘটে বুধবার দুপুর দুইটা নাগাদ খোয়ায় অফিস টিলা রোড স্থিত জেলা গ্রন্থাগারের সামনে।

ঘটনার  বিবরণে জানা যায়, খোয়াই জাম্বুরা নিবাসী অটোচালক বাবুল দেবনাথ ৫৫ নিজ অটো নিয়ে বাড়ির উদ্দেশ্যে জাম্বুরার দিকে যাচ্ছিলেন, তখনই একটি বাইক তার অটোর সামনে দিয়ে চলে যায়, সেই বাইকটিকে বাঁচাতে গিয়ে অটো চালক বাবুল দেবনাথ খোয়াই জেলা গ্রন্থাগারের সামনে একটি ডিভাইডারের মধ্যে ধাক্কা দিয়ে ছিটকে পড়ে যান। তাতে বাবুল দেবনাথ গুরুতর জখম হয়। যদিও অটোতে আর কোন যাত্রী ছিল না। শেষে দমকল কর্মীরা এসে গুরুতর আহত বাবুল দেবনাথকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল দেবনাথকে প্রাথমিক চিকিৎসার পর সাথে সাথে জিবি হাসপাতালে রেফার করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!