Friday, January 3, 2025
বাড়িরাজ্যভোট দিলেন প্রার্থী দীপক মজুমদার এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য

ভোট দিলেন প্রার্থী দীপক মজুমদার এবং প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ এপ্রিল : ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের মনোনীত বিজেপি প্রার্থী দীপক মজুমদার রামনগর বাণী বিদ্যাপীঠ স্কুলে ভোট দেন। প্রার্থী দীপক মজুমদার ভোট দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সব জায়গায় শান্তিপূর্ণভাবে অবাধ ভোট চলছে। এই গণতন্ত্রের উৎসবে শামিল হওয়ার জন্য মানুষ ভোর চারটা থেকে লাইনে দাঁড়িয়ে আছে।

কিন্তু বিরোধীরা পুলিং এজেন্ট বের করে দেওয়া নিয়ে শাসক দলের বিরুদ্ধে যে অভিযোগ তুলছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা সারা বছরই এ ধরনের অভিযোগ তোলেন। আজকেও ভোট শুরু হওয়ার পর ইচ্ছাকৃতভাবে তারা এ ধরনের মিথ্যা অভিযোগ তুলছে বলে জানান তিনি। এদিকে টাউন প্রতাপগড় ফরেস্ট অফিসে গিয়ে ভোট দিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য। তিনি ভোট দিয়ে বিজেপির জয় নিয়ে আশা ব্যক্ত করেন। ইন্ডিয়া জোটকে আক্রমণ করে তিনি বলেন, তারা মানুষের বিশ্বাসকে আঘাত করেছে। তাই তাদের মানুষ সমর্থন করবে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য