স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ এপ্রিল : ১১ এপ্রিল বৃহস্পতিবার সারা ভারত কৃষক সভার ৮৯ তম প্রতিষ্ঠা দিবস সমগ্র দেশের সাথে রাজ্যেও পালন করা হয়। এইদিন রাজধানীর মেলারমাঠ স্থিত কৃষক ক্ষেত মজুর ভবনে সারা ভারত কৃষক সভার ৮৯ তম প্রতিষ্ঠা দিবসটি পালন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব তথা প্রাক্তন সাংসদ মতিলাল সরকার সহ অন্যান্যরা।
সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এইদিন সংগঠনের পতাকা উত্তোলন করেন প্রাক্তন সাংসদ মতিলাল সরকার। এক সাক্ষাৎকারে প্রাক্তন সাংসদ মতিলাল সরকার জানান গত কয়েক বছর ধরে কৃষকদের সাথে বিশ্বাস ঘাতকতা করা হয়েছে। কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছে না। বিজের মুল্য বেশি, কৃষি যন্ত্রপাতির মুল্য বেশি। ফলে কৃষকরা কৃষি কাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই জায়গায় দাড়িয়ে ক্ষমতা বদলের সুযোগকে কাজে লাগাতে হবে। এবং কৃষকদের জন্য একটা সুগম পথ তৈরি করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।