স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ এপ্রিল : ২০১৮ সালের আগে মানুষের অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে। কিন্তু ২০১৮ সালে রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এইগুলি থেকে মুক্ত হতে পেরেছে মানুষ। বৃহস্পতিবার মজদুর মনিটরিং সেলের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রেখে এই কথা বলেন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার।
রাজধানীর দুর্গা চৌমুহনি এলাকায় আয়োজিত জনসভায় বক্তব্য রেখে তিনি আরো বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শ্রমিকদের স্বার্থে অনেক কাজ করেছে। শুধু তাই নয় বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষের আর্থ, সামাজিক উন্নয়ন হয়েছে বলেও দাবি করেন প্রার্থী দীপক মজুমদার। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী রতন দাসের প্রসঙ্গে বলেন, বিগত দিনে যে সমস্ত সন্ত্রাসের ঘটনা রামনগর বিধানসভা কেন্দ্রে হয়েছে সেই ঘটনাগুলি সংগঠিত করেছে এই রতন দাসের পার্টি। তাই রামনগর বাসীর কাছে ভোট চাওয়ার অধিকার নেই রতন দাসের। সুতরাং আসন্ন নির্বাচনে রতন দাসকে উচিত শিক্ষা দিতে হবে বলে জানান দীপক মজুমদার। আয়োজিত জনসভায় এদিন এছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর স্নিগ্ধা দাস সহ অন্যান্যরা। এদিন জনসভার আগে একটি মিছিল সংঘটিত হয়। মিছিলে শ্রমিকদের উপস্থিতি বেশ লক্ষণীয়।