স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ এপ্রিল : বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চৈত্র মেলা। রাজধানী শকুন্তলা রোড, ওরিয়েন্ট চৌমুহনি এবং শিশু উদ্যান সংলগ্ন এলাকায় রাস্তার দুপাশে নির্ধারিত জমিতে ক্ষুদ্র ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসছে। এদিন সকাল থেকে ব্যবসায়ীরা তাদের অস্থায়ী দোকান গড়ে তুলে। তারা জানান, আগরতলা পুর নিগমের পক্ষ থেকে যে জমি যাওয়া হয়েছে সেই জমিতে তারা আগামী ১০ দিন বিভিন্ন জিনিস বিক্রি করবে।
প্রতিবছর তারা দোকান সাজিয়ে বসে। তবে এ বছর নিয়ম কানুনের কিছু পরিবর্তন হয়েছে। এতে তারা সন্তুষ্ট হতে পারেনি। তারা জানান আগামী ১৩ এপ্রিল পর্যন্ত চৈত্র মেলায় বিভিন্ন সামগ্রী বিক্রি করবে। প্রতি বছরই তারা এভাবে দোকান নিয়ে চৈত্র মেলায় সামিল হয় বলে জানান এক কাপড় ব্যবসায়ী। তবে বেলা বাড়ার সাথে সাথে এদিন ক্রেতা ধরে আনাগোনা দেখা গেছে চৈত্র মেলায়। ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে ক্রেতা বিক্রেতা উভয়ের মধ্য।